সিলেটে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ৮ আসামীকে কারাগারে প্রেরণ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪৫:০০,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২০৬ বার পঠিতএমসি কলেজ ছাত্র অপহরণ-হত্যাচেষ্টা মামলায় আরো ৮ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির হয়ে এই ৮ আসামী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শারমিনা সুলতানা নীলা তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীরা হলো, আফতাব উদ্দিন (৪২), বশির আহমদ (৪২), ইছমত আলী (৫৫), সুনান (৫০), রাজা মিয়া (৫৫), নুর মিয়া (৬০), আইনুল হক (৫৫), সুরুজ আলী (৫৭)। এর আগে আরো ৭ আসামী এই মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে আনিসুর রহমান ও মুহিবুর রহমান ব্যতীত সুবহান মিয়া, রফিকুল ইসলাম মড়ল. আব্দুল খালিক, আব্দুর রহিম বাবু, সিরাজুল ইসলাম সিরাই জামিন নিয়েছেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী আকমল আলী বলেন, জামিন নামঞ্জুর হওয়া ৮ জন অপহরণ ও হত্যাচেষ্টার হুকুমদাতা হিসেবে মামলায় অভিযুক্ত। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যাচেষ্টা করা হয়। সে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে।