নবীগঞ্জে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫০:০৪,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৭০ বার পঠিতহবিগঞ্জে নবীগঞ্জ সদর থেকে হত্যা মামলার এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এএসপি আফসান-আল-আলমসহ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়ছাল মিয়া (৩৫)কে গ্রেফতার করে। সে উপজেলার দাউদপুরের মর্তুজ মিয়ার ছেলে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।