জাফলংয়ে নিখোঁজ সফিকের লাশ উদ্ধার, গ্রেফতার ৩

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪৯:২৭,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৯৯ বার পঠিতসোমবার রাতে নিখোঁজ হওয়া সফিকের লাশ পুলিশ জনতার সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় পিয়াইন নদীর কাটারী এলাকা থেকে হাজার বর্শী ব্যবহার করে তার লাশ উদ্ধার করা হয়। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নয়াবস্তি গ্রামের আ. নূর, জাফলং চা বাগানের অমূল্য বাকতি ও স্বপন বাকতি।
অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, তিনজনই এজাহারভুক্ত আসামী। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কান্দুবস্তি ও চা বাগানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। নিহত সফিকের পিতা লাবু গ্রামের ইব্রাহিম মিয়া বলেন, তার ছেলে নয়াবস্তির সুমনের ম্যানেজার ছিল। তিনি বাদী হয়ে ২০ জানুয়ারী মামলা দায়ের করেন। লাশ মর্গে পাঠানো হয়ছে। অপরাপর আসামী ধরতে পলিশ তৎপর রয়েছে।