তিন মন্ত্রী আজ সিলেটে আসছেন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৩৬,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৩৮ বার পঠিতপৃথক কর্মসূচিতে যোগদিতে সিলেটে আসছেন তিনমন্ত্রী। আজ শুক্রবার সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আগামীকাল শনিবার সিলেট আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। সেখান থেকে সরাসরি সিলেট সদর উপজেলার ধোপাগুলে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
এরপর মধ্যাহ্ন বিরতি শেষে বেলা পৌনে ৩টার দিকে মোগলগাঁও ইউনিয়নে সুরমা নদীভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। ওই দিন সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মধ্যে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন ড. মোমেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন মন্ত্রী। বিকালে জেলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন ড. মোমেন।
এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি চার দিনের সফরে সিলেট আসছেন আজ বিকেলে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। সফরকালে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে নির্বাচনী এলাকার তিন উপজেলায় গৃহহীনদের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী হস্তান্তরকৃত ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন।
২৩ জানুয়ারি (শনিবার) তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাটে প্রায় অর্ধশতাধিক কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর করবেন তিনি। গোয়াইনঘাটে যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর করবেন প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তার মধ্যে রয়েছে শনিবার সকাল ৮টায় আলীরগাঁও ইউনিয়নের বারহাল আলিম মাদরাসার ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর।
সকাল ৯টায় গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও সম্প্রসারিত হলরুমের উদ্বোধন। সকাল সোয়া ৯ টায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়, ডাঃ ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়, বাউরভাগ মাদরাসা, আলহাজ আব্দুল মজিদ উচ্চবিদ্যালয়, বগাইয়া হাওর ইসলামীয়া দাখিল মাদরাসার ভিত্তি প্রস্থর ও ফলক উন্মোচন। বেলা আড়াইটায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন। বিকাল ৫ টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয়ে ৪র্থতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর। সাড়ে ৫ টায় নন্দীরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
এছাড়াও সালুটিকর ডিগ্রি কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের শুভ উদ্বোধন করবেন মন্ত্রী। এছাড়া, আগামীকাল শনিবার সিলেট আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সকাল ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি সিলেট আসবেন। সাড়ে ১২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঞ্জীবনী কোর্সের উদ্বোধন করবেন। এরপর বিকালে সিলেট বিভাগী স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন। রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।