বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ফেরদৌসী মজুমদার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৬:১৫,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১০১৮ বার পঠিতসোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদসহ ১০ জন এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন। সোমবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
জানা যায়, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার পুরস্কার পাচ্ছেন আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনি শাখায়। বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে ফেরদৌসী মজুমদার গণমাধ্যমে বলেন, ‘পুরস্কার পাবো-এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। খুব আনন্দ হচ্ছে। পুরস্কার পেয়ে লেখক হিসেবে নিজের দায়বদ্ধতাটা আরও বেড়ে গেল।’
ফেরদৌসী মজুমদারের আত্মজীবনীমুলক ‘মনে পড়ে’ বইটিতে তুলে ধরা হয়েছিল বরেণ্য এই শিল্পীর জীবনের নানা দিক। শৈশব-কৈশোরের বেড়ে ওঠা এবং ব্যক্তিজীবনের নানা কথা। উল্লেখ্য, ১৯৪৩ সালে বনেদি মুসলিম পরিবারে জন্ম হয়েছিল ফেরদৌসীর। চৌদ্দ ভাই-বোনের সংসার ছিল তাদের। তিনি ছিলেন এগারো নম্বর। বেশ কড়া শাসন আর আধুনিকতার মিশ্রণে ছিল তার পারিবারিক জীবন। শিক্ষাবিদ কবীর চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বোন তিনি। অন্য ভাই-বোনেরাও সমাজে প্রতিষ্ঠিত। আত্মজীবনীতে ফেরদৌসী তার পারিবারিক জীবনের গল্প বেশ অকপটে বলেছেন। এরপর ফেরদৌসী মজুমদারের লেখা নিয়ে প্রকাশ হয় ‘যা ইচ্ছা তাই’। এই বইটিতেও বরেণ্য এই শিল্পী সম্পর্কে বিশদ জানা যায়।