ইতালির নতুন প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০১:৩৪,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ১১৯২ বার পঠিতইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অভিনন্দন বার্তায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দেওয়ার জন্য মারিও দ্রাঘিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা রোম সফর করেন। ওই সময় ইতালির তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি। পরবর্তীতে গত বছরের মাঝামাঝি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি। এ কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন ধন্যবাদ জানিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে চিঠি দেন এবং আবারও তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গোটা ইউরোপে যুক্তরাজ্যের পরে ইতালিতেই সবচেয়ে বাংলাদেশি থাকে। এ ছাড়া তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণও অনেক।’ উন্নয়ন ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে ইতালি বলে জানান এই কর্মকর্তা।