যুক্তরাষ্ট্রের ভুলে কাবুলে প্রাণ হারিয়েছে শিশুসহ ১০ জন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৩২,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৭১ বার পঠিতআফগানিস্তানের রাজধানী কাবুল ত্যাগের সময় ভুল ধারণার বশে দেশটির সাত শিশুসহ ১০ জনকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করেছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। খবর আল জাজিরার।
শুক্রবার ড্রোন হামলায় আফগানদের মৃত্যুর ঘটনাকে ‘মর্মান্তিক ভুল’ হিসেবে উল্লেখ করে পেন্টাগন বলছে, ওই হামলায় একজন সেবকের পরিবারের নয় জন সদস্য মারা গেছেন, যাদের মধ্যে সাত জনই ছিল শিশু। সবচেয়ে ছোট শিশু সুমায়ার বয়স ছিল মাত্র দুই বছর।
জেনারেল ম্যাকেঞ্জি স্বীকার করেন যে, নিহতদের ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স, আইএসকেপি (আইএসআইএস-কে)-এর সদস্য হওয়ার হওয়ার তথ্যটি ঠিক নয়।
তিনি বলেন, ব্যাপক তদন্ত ও বিশ্লেষণের পর আমি এখন নিশ্চিত হয়েছি যে, সাত শিশুসহ ১০ জন ওই হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি আরো বলেন, এটি ছিল একটি ভুল। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কমব্যাট্যান্ট কমান্ডার হিসেবে আমি এই হামলা ও এই মর্মান্তিক পরিণতির পূর্ণ দায়দায়িত্ব স্বীকার করছি।