দেশের ৬০ ভাগ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩০:০৩,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৩৯ বার পঠিতবিশ্বব্যাপী এখনো চলমান করোনাভাইরাসের দাপট। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের, যার শিকার হয়েছে বাংলাদেশও। এরই মধ্যে এলো দেশের মানুষের দেহে অ্যান্টিবডি তৈরির আরেকটি সুখবর।
র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী জানিয়েছেন, দেশের ৬০ ভাগ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে। টিকা, পরিবেশ ও খাদ্যাভ্যাস সহ বিভিন্ন কারণে বেশিরভাগ মানুষের শরীরে এসব অ্যান্টিবডি তৈরি হয়েছে।
তিনি এও জানিয়েছেন, সংক্রমণ কমলেও করোনা একেবারে চলে গেছে তা বলা যাবে না। তাই টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ড. ফেরদৌসী মনে করেন, করোনার প্রকোপ কমে গেলেও এটিই শেষ ঢেউ কি না নিশ্চিত নয়। তবে সবার জন্য টিকা নিশ্চিত করার বিকল্প কিছু ভাবতে পারছেন না তিনি।