করোনা উপসর্গে মমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৮:২২,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৫০ বার পঠিতময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন রোগীর মৃত্যু হয়েছে। তারা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এদিন করোনা শনাক্ত হয়ে কেউ মারা যায় নি।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই ময়মনসিংহ সদরের বাসিন্দা তারা হলেন- আনোয়ারা (৫০), ফজলুল হক (৫৮), সুকুর আলী (৬০)।
চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জন ভর্তিসহ বর্তমানে মোট ১১০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন ব্যক্তি।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৩১১ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫০ শতাংশ। এ পর্যন্ত পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮০৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৭৮ জন।