সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১১:১৮,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৪২ বার পঠিততালেবান ইস্যুতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তান প্রতিনিধিত্ব করুক।
ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। তারা চেয়েছিল একটি চেয়ার ফাঁকা রেখে বৈঠকটি করতে; কিন্তু পাকিস্তান চায় তালেবানই প্রতিনিধিত্ব করুক। ফলে বৈঠকটি বাতিল হয়।
তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসনব্যবস্থা এখনো বিশ্ব স্বীকৃতি পায়নি। নতুন অন্তবর্তী সরকারের বেশিরভাগ মন্ত্রীদেরও জাতিসংঘে কালো তালিকাভুক্ত।
এমন পরিস্থিতিতে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার প্রতীক্ষায় রয়েছেন।
তালেবান সরকার ইতোমধ্যে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনো কোনো প্রকার সম্মতি জানায়নি।