একটি ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা: আনন্দ বেদনায় ভাসালেন ইতালি প্রবাসী রশিদ রিপন-রিতী দম্পতি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৭:৫১,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৩৫২ বার পঠিতযে কোনো বিদায় হয় বিষাদের। কিন্তু কোন কোন বিদায় বিষাদের সাথে মিশে থাকে আনন্দও। বাংলাদেশ একসাথে পড়াশোনা করা ৯০ দশকের এস এস সি পরীক্ষার্থীদের গড়ে তোলা সংগঠন “প্রাণের ব্যাচ ৯৩”ইতালি প্রবাসী রশিদ রিপন-রীতী দম্পতিকে বাংলাদেশ সফর শেষে ইতালি ফিরে আসার মুহূর্তে বিদায় সংবর্ধনা জানায়। বাংলাদেশ আয়োজিত ওই বিদায় সংবর্ধনায়, পুরনো দিনের স্মৃতিগুলো তুলে ধরেন,প্রানের ব্যাচ ৯৩ এর বন্ধু এম মিরাজ, মাসুদ, মুননা, শাওন, জেসমিন লিপিসহ আরো অনেকে স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরে তারা রশিদ রিপনের প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে ইটালিতে চলে গেলেও রিপন আমাদের হৃদয়ের মাঝখানে রয়েছে। এবারে বাংলাদেশের দিনগুলো ছিল খুবই মধুর, আনন্দদায়ক। এই দিন আবারো ফিরে আসবে বলে মনে করেন তারা।
রিপন-রিতী দম্পতি ইতালির রাজধানী রোমের ফিরে এসেছেন এবং হোম কোয়ারেন্টাইন শেষে কাজে যোগদান করেছেন। প্রাণের ব্যাচ ৯৩ নামের এই সংগঠনটি বাংলাদেশ অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের জন্য মানবিক সহায়তা করে থাকে। ওই ব্যাচের ছাত্র-ছাত্রীরা অনেকে এখন সুপ্রতিষ্ঠিত এবং সরকারি বিভিন্ন পর্যায় কর্মচঞ্চল রয়েছেন।