অতিরিক্ত মাদক সেবনের দায়ে তিন মাসের জেল!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩১:১২,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৫৭ বার পঠিতটাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মাদক সেবনের অপরাধে এক মাদকাসক্তকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বুধবার (২২ সেপ্টেম্বর) এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের অনাথ বাকালির ছেলে প্রত্যয় বাকালি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো, জুবায়ের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদিম দেওহাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। এসময় অতিরিক্ত মাদক সেবনের দায়ে প্রত্যয়কে আটক করা হয় এবং তিন মাসের বিনাশ্রম জেল দেয়া হয়। তাকে পুলিশের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।