মজুমদারীতে ২ বোনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪১:২৫,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৩৮ বার পঠিতসিলেটের মজুমদারীতে নিজ বাড়ির ছাদে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। তাঁদের মা জাহানারা বেগম (৬০) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানায় এজাহার দাখিল করেন। পুলিশ সেটি অপমৃত্যুর মামলা হিসেবে রুজু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মইনুল জাকির।
ওই দুই বোন হলেন সিলেট নগরের মজুমদারি এলাকার মৃত কলিম উল্লা ও জাহানারা বেগম দম্পতির মেয়ে শেখ রাণী বেগম (৩৮) ও শেখ ফাতেমা বেগম (২৭)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ খবর পেয়ে নগরের মজুমদারি এলাকার ৩১ নম্বর বাসার ছাদ থেকে একই পিলারের দুটি আলাদা রডে ঝুলন্ত অবস্থায় ওই দুজনের লাশ উদ্ধার করে। ওই দিন বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে রাত আটটার দিকে সিলেট নগরের মানিক পীর টিলায় জানাজা শেষে লাশ দুটির দাফন সম্পন্ন হয়।