আফগান নারী ভলিবল খেলোয়াড়রা উৎকণ্ঠায়

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৪:০৫,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৮৮ বার পঠিতআফগানিস্তানে প্রথম ভলিবলে মহিলা দল চল্লিশ দশক আগে প্রতিষ্ঠিত করা হলেও ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে তা স্থগিত করা হয়। যদিও তালেবানের পতনের পর পুনরায় যাত্রা শুরু হয়েছিল।
কিন্তু গত আগস্ট মাসে তালেবান পুনরায় আফগানিস্তানের দখল নিলে তারা নারী খেলোয়াড়দের নিষিদ্ধ করে। এরপর কোনো কোনো খেলোয়ার উদ্বেগ-উৎকন্ঠায় আফগানিস্তানও ছেড়ে গেছে।
আফগান নারী ভলিবল খেলোয়াড় জাহরা ফায়াজি গত আগস্ট মাসে তালেবানের উত্থানে যুক্তরাজ্যে পালিয়ে যান । তিনি জানান, প্রাণের ভয়ে অন্ততপক্ষে ৩০ জন মহিলা খেলোয়াড় আফগানিস্তান ত্যাগের অপেক্ষায় আছেন। আবার তাদের দলের অনেকেই তালেবানের হাত থেকে বাঁচতে বিভিন্ন প্রদেশে পালিয়ে গেছেন।
জাহরা আরও জানান, তিনি ভলিবলের কোচ হওয়ার আগে মহিলা দলে ৭ বছর খেলোয়াড় হিসেবে ছিলেন।
তিনি বিবিসিকে জানান, তাদের দলের একজনকে হত্যা করা হয়েছে যদিও তার বিস্তারিত তিনি জানাননি। তিনি চান না এমন কোন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বাকিদের সাথে ঘটুক।
আফগান এই নারী ভলিবল খেলোয়ার জানান, মেয়েদের খেলার সামগ্রী পুড়িয়ে ফেলা হচ্ছে এমনকি অনেকের পরিবার তালেবানের সমর্থক হওয়ায় তাদের খেলায় না ফেরার জন্য হুমকি দেয়া হচ্ছে।
সোফিয়া (ছদ্মনাম) বিবিসিকে জানান, খেলায় না ফেরার জন্য তার পরিবার তার মেডেল এবং খেলার সরঞ্জামসমূহ ধ্বংস করে ফেলে। তবে সোফিয়াও তার দলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র জানান, তারা সাহায্যের চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে চান না।
আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের মুখপাত্র বলেন, আফগান ভলিবলের সংক্রান্ত যেকোনো বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ, এগুলো যেমন ঝুঁকিপূর্ণ তেমনি সংবেদনশীল।