পদ্মায় ধরা পড়লো ২০ কেজি ওজনের কাতল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৩৮,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ২৪৬ বার পঠিতরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল মাছ। মাছটির ওজন ২০ কেজি।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চর কর্ণশনার মজলিশ পুর এলাকায় নারান হলদার পদ্মা নদীতে জাল ফেললে এই মাছটি ধরা পড়ে।
১ হাজার ৭ শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী শাজাহান। পরে তার মৎস্য আড়ৎ থেকে মাছটি ১ হাজার ৮ শ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করে দেন।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজাহান জানান, পদ্মার বিভিন্ন ধরনের বড় বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নিই। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা আগে থেকেই আমাদের বলে রাখেন। বড় ধরনের কোনো ভালো মাছ পেলে যেন তাদের জানাই।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।