কলা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৯:২৭,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৯৩ বার পঠিতচুয়াডাঙ্গায় কলা বোঝাই মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী আব্দুল কুদ্দুস নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা প্রধান সড়কের সিএনবি পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস (৪৬) একই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আব্দুল কুদ্দুস নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল যোগে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এমন সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গাগামী একটি কলা বোঝাই সবুজ রঙের মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।