আরো ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৭:০৪,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১৩৩ বার পঠিতকরোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরো ২৫ লাখ ফাইজারের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশকে নতুন করে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হচ্ছে। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট টিকার পরিমাণ দাঁড়াচ্ছে ৯০ লাখের বেশি।
হোয়াইট হাউসের সূত্র জানায়, টিকার প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় এ টিকা পাঠানো হচ্ছে। আগামী সোমবার টিকার প্রথম চালান পৌঁছাতে পারে।