রাজশাহী মেডিকেলে আরো ৫ মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩০:১৫,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১১১ বার পঠিতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে।
এছাড়া তাদের চারজন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।
হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত একদিনে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৬ জন।
আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৭৩টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ আসে। ফলে জেলায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৯ শতাংশ।