কুলাউড়ায় মেডিকেল রিপ্রেজেন্টিভের অবশেষে মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২৫:৫৯,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ২২৯ বার পঠিতকুলাউড়ায় আত্মহত্যা চেষ্টাকারী আনোয়ারুল হক (৩০) নামে এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে কুলাউড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার দিনাজপুর জেলার খানসামা থানার কায়েমপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ খাঁন রিপন জানান, নিহত আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে স্কয়ারের অধীনে মেডিকেল রিপ্রেজেন্টিভ হিসেবে কুলাউড়া উপজেলায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রী নিয়ে কুলাউড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত সোমবার সকালে তার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্স যোগে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।
তিনি আরও জানান, সাংসারিক জীবনে তাদের কিছু সমস্যা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। আনোয়ারুল হকের ৩০ দিনের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানান রিপন। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান।