উল্লাপাড়ায় এক গৃহবধূ ও তার প্রতিবন্ধী ছেলেকে মারপিট

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৫৬,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১২৭ বার পঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বদেলুয়া গ্রামে মাদক সেবন না করায় গৃহবধূ পারুল রানী ভৌমিক (৪৬) ও তার বাক প্রতিবন্ধী ছেলে রিপন কুমারকে (২২) মারপিট করে আহত করা হয়েছে। পারুল রানী ভৌমিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
পূর্বদেলুয়া গ্রামের মৃত মঙ্গলা ভৌমিকের স্ত্রী পারুল রানী ভৌমিক।
জানা গেছে, পারুল রানী ভৌমিকের প্রতিবেশি বসতি প্রানজিত ভৌমিকের ছেলে গৌতম কুমার ভৌমিক প্রায়ই মাদক সেবন করে আশেপাশের প্রতিবেশিদের সাথে খারাপ আচরণ করেন। গৌতমকে মাদক সেবনে না করতে ও তার বাক প্রতিবন্ধী ছেলেকে মারপিট করা নিয়ে প্রতিবাদ করেন। এতে বৃহস্পতিবার বিকেলে গৌতম একই গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে পারুল রানী ভৌমিকের বাকিড়তে এসে তাদেরকে মারপিট করে আহত করেন।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আশরাফী খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে পারুল রানী ভৌমিকসহ আহত ছেলেকে থানায় আনা হয়েছিল। তবে এখন অবধি কেউ লিখিত অভিযোগ করেননি।