লামায় মডেল মসজিদ নির্মাণ কাজে মন্থর গতি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৫৪,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৯০ বার পঠিতলামা উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজ চলছে মন্তর গতিতে। যদিও কাজ শুরুর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও মূল ভবন নির্মাণই শুরুই হয়নি এখনও। এমনিকি পাইলিংয়ের কাজ শেষ হয়নি এখনো। শুরু করেই বন্ধ হয়ে যায় ফাউন্ডেশন (পাইল ক্যাপ) ঢালাইয়ের কাজ।
জানা যায়, লামা উপজেলা এই মডেল মসজিদটির বরাদ্দ ছিল প্রায় ১৩ কোটি টাকা। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সেই হিসেবে ইতিমধ্যে কাজ সম্পন্নের তারিখ অতিবাহিত হয়েছে। তবে এখনো দৃশ্যমাণ হয়নি মসজিদটি। কার্যাদেশ পাওয়ার পরপরই জিকে শামীম সিন্ডিকেট নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে।
ইসলামিক ফাউন্ডেশনের সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দেয় সরকার। কাজ বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় গণপূর্ত বিভাগকে।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প শিরোনামে উপজেলা পর্যায়ে তৃতীয় তলা মসজিদ নির্মাণ হবে। যার মধ্যে ৮শ’ মানুষ একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ পাবেন।
এছাড়াও নারী-পুরুষের পৃথক অজু ও নামাজের স্থান, পাঠাগার, গবেষণা কেন্দ্র, হজ যাত্রীদের নিবন্ধন, পর্যটকদের আবাসন ব্যবস্থা, দাওয়াতি কার্যক্রম, হেফজ মাদ্রাসা, মক্তব, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের আবাসন প্রকল্পসহ বহুমুখী ইসলামিক কার্যক্রম ও সেবার কথা বলা হয়েছে।
লামা পৌরসভা বাসিন্দা বাজার কমিটির সভাপতি আমান উল্লাহ বলেন, মসজিদ নির্মাণকাজে ধীরগতি না বলে স্থবিরতা বিরাজ করছে বলা যায়। এত বড় প্রকল্পে কখনো ২-৩ জন আবার কখনো ৪-৫ জন শ্রমিক কাজ করতো। পুরনো মসজিদ ভেঙে ফেলায় অস্থায়ী একটি ঘরে আমাদের নামাজ আদায় করতে হয়।
গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী ফয়েজ রহমান বলেন, করোনা পরিস্থিতি এখন সব কিছুই প্রায় সমাধানের পথে। দুই এক সাপ্তাহ মধ্যে লামা মডেল মসজিটির কাজ শুরু হবে’ এবং দ্রুতগতিতে সম্পন্ন করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।