সরকারি জায়গা দখল করে পৌর কাউন্সিলরের ঘর নির্মাণ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০২:৪৬,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ১০৬ বার পঠিতসিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রীকোলা মোড়ে সড়ক বিভাগের সরকারি জায়গায় বিশাল একটি ঘর নির্মাণ করছেন পৌর কাউন্সিলর আউলিয়া হোসেন। এদিকে সড়ক বিভাগ থেকে এ ঘর নির্মাণ বন্ধ ও ৭ দিনের মধ্যে মালামাল সরিয়ে নিতে পৌর কাউন্সিলরকে লিখিতভাবে জানানো হয়েছে।
সূত্র জানায়, বগুড়া-নগরবাড়ী জাতীয় মহাসড়কের (এন-৫) উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা মোড়ে সড়ক বিভাগের জায়গায় বিশাল একটি ঘর তোলা হচ্ছে। পৌরসভার ১ (এক) নন্বর ওয়ার্ডের কাউন্সিলর আউলিয়া হোসেন এ ঘর তুলছেন। সেখানে সিমেন্টের খুঁটির উপর কাঠের ফ্রেম করা হচ্ছে। জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধার জন্য ঘরটি নির্মাণ করা হচ্ছে।
এদিকে উল্লাপাড়া সড়ক বিভাগ থেকে প্রথমে সরেজমিনে দেখে অবৈধভাবে জায়গা দখলে নিয়ে মৌখিকভাবে ঘর তোলা বন্ধ করতে বলা হয়। এরপরও তা বন্ধ হয়নি।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর উল্লাপাড়া সড়ক উপ-বিভাগ থেকে পৌর কাউন্সিলর আউলিয়া হোসেনকে ঘর নির্মাণ বন্ধ ও ৭ দিনের মধ্যে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে লিখিতভাবে জানানো হয়েছে । উল্লাপাড়া সড়ক উপ-বিভাগ, সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মনসুর আহমেদ (স্মারক নং-৩৫.০১-৮৮৯৪.৮৫৬.০২৭.০১১.১৯-২৪৮(৬)) এতে স্বাক্ষর করেছেন।
পৌর কাউন্সিলর আউলিয়া হোসেন বলেন, শ্রীকোলা মোড় এলাকায় মহাসড়ক ঘেষে কাঁচাবাজারসহ বিভিন্ন মালামালের দোকান বসে। তাদের সুবিধায় ঘরটি তোলা হচ্ছে । সড়ক বিভাগ থেকে তিনি ঘর নির্মাণ বন্ধ ও মালামাল সরিয়ে নেওয়া বিষয়ক কোনো ধরনের লিখিত কাগজপত্র পাননি বলে দাবি করেছেন। তবে ঘর নির্মাণের প্রাক্কালে সড়ক বিভাগ থেকে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল বলে স্বীকার করেছেন তিনি।