ত্রি-বার্ষিক সম্মেলন : ইতালি আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১৩:২৩,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০২১ | সংবাদটি ৭৬৭ বার পঠিতঅবশেষে দীর্ঘ ৯ বছর পর ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির নির্বাহী পরিষদের গঠন করা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন।
তারা দলটির বিভিন্ন অংশের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হচ্ছেন। ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্মেলন প্রস্তুতি কমিটির ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেন। তারা আগামী ১৯ ডিসেম্বর দলটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য প্রস্তাব উত্থাপন করেন।
অপরদিকে ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দলও বৈঠক করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটি ও প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তারা আগামী ৩১ অক্টোবর অথবা ৭ই নভেম্বরের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া জানান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় অংশের সাথে আলোচনা হয়েছে। সকলেই উৎসবমুখর পরিবেশে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হোক-এ ব্যাপারে একমত পোষণ করেছেন। জানা গেছে, উভয় গ্রুপের সম্মেলনের তারিখ নিয়ে আলোচনা করে সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন একটি তারিখ নির্ধারণ করবেন এবং তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতালী আওয়ামী লীগের সম্মেলনের জন্য ইতিমধ্যেই দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাণী প্রদান করেছেন। করোনার কারণে ইতালিতে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ প্রত্যাহার হলে এই সম্মেলনে কেন্দ্রীয় কোনো নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন প্রদেশ ও শহরে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। তারা একজন সৎ, যোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা নেতা নির্বাচনের পক্ষে।