ব্রিটেনে মাস্ক পরা বাধ্যতামূলক

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৫৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২১ | সংবাদটি ৭০৪ বার পঠিতকরোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের আগমনে কয়েকমাস বিরতির পর দেশে দেশে আবার ফিরছে নানা সচেতনতা আর বাধ্যবাধকতা। আফ্রিকায় প্রথম পাওয়া এই দ্রুত সংক্রমণশীল নতুন ভেরিয়েন্ট নিয়ে গোটা বিশ্ব আতংকিত। ইতিমধ্যে দঃ আফ্রিকা সহ এ অঞ্চলের ৭ দেশকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।তবে নতুন এ ভেরিয়েন্ট দঃআফ্রিকা ছাড়াও অনেক দেশে পাওয়া গেছে। ব্রিটেনে ইতিমধ্যে ৩ জনকে শনাক্ত করা হয়েছে। বেলজিয়ামে একজন, ইসরায়েলে একাধিক কেস পাওয়া গেছে।
এদিকে করোনার এমন পরিস্থিতি মোকাবেলায় আগামী মংগলবার থেকে ব্রিটেনে দোকানপাট ও পাবলিক স্পেসে আবার মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। এবার কেউ মাস্ক পরতে অস্বীকৃতি জানালে প্রথমবার ২০০ পাউন্ড, দ্বিতীয়বার ৪০০, তৃতীয়বার ৮০০ পাউন্ড এবং বারবার ঘটলে সর্বোচ্চ ৬৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এমন আইন আগামীকাল সোমবার সংসদে আলোচনার পর মংগলবার থেকে কার্যকর হতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে।
এছাড়া নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে বোস্টার ডোজ (তৃতীয় ডোজ) আরো জোরালো করার তাগিদ দিয়েছে ব্রিটিশ সরকার।
প্রসংগত, আফ্রিকায় পাওয়া এ নতুন ভেরিয়েন্টটি কোন আনভেক্সিনেটেড মানুষের শরীরে বার বার মিঊটেশন বা পরিবর্তনের মাধ্যমে ওমিক্রনে রূপান্তরিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নতুন এ রূপান্তর ভেকসিন ফাকি দিতে পারে কিনা তা এখনো পরিষ্কার না হলেও শংকা আছে। আবার এটা ডেল্টার চেয়ে সংক্রামক বলে মনে করা হচ্ছে।