জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৪:২০,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৯৬ বার পঠিত
সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা, সচেতনতা থাকলে সর্বক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী। একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন। তবে এক্ষেত্রে অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন তাঁর নিজের কর্মগুণে সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন।
তিনি বুধবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে ৫নং বার হলে অ্যাডভোকেট মো: জালাল এ্যাসোসিয়েট এর আইনজীবীবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেটের বিচারপ্রার্থী সাধারণ মানুষের কল্যাণে জেলা আইনজীবী সমিতির প্রত্যেক সদস্যবৃন্দের প্রচেষ্টার প্রশংসা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিছবাউর রহমান আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো: শফিকুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী কামাল, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল, অ্যাডভোকেট একে.এম শমিউল আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র, উত্তরীয়, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সবশেষে কেক কেটে ২৫বছর পূতি উৎসব পালন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের দুই কন্যা ও পুত্র সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি