সিলেট চেম্বারের নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের গণসংযোগ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩৭,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩৯০ বার পঠিত
সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ-এর পক্ষ থেকে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ।
বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহি উদ্দিন আহমদ সেলিম। এ সময় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজকিল গুলজার, অর্ডিনারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম, মুশফিক জায়গীদার, ফখর উছ সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খোবের হোসেইন, ফায়েক আহমদ শিপু, দেবাশীষ চক্রবর্তী। এসোসিয়েট প্রার্থীদের মধ্যে তাহমিন আহমেদ, ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, কাজি মোস্তাফিজুর রহমান।