দক্ষিণ সুরমায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে : এমপি হাবিব

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৫৬,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৭৩ বার পঠিতসিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, দক্ষিণ সুরমায় ভূমি পাওয়া গেলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। সুবিধাজনক স্থানে ভূমি প্রাপ্তির সাপেক্ষে বর্তমান সরকারের আমলে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শুরু হবে। ক্রীড়া কমপ্লেক্স স্থাপন করা হলে এই উপজেলার খেলাধুলা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তিনি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়ায় সকলের প্রতি অভিনন্দন জানান। নির্বাচিত ইউপি প্রতিনিধিদের মধ্যেমে এই উপজেলার জনগণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এমপি হাবিব গতকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, লালাবাজার ইউপি নবনির্বাচিত তোয়াজিদুল হক তুহিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন।
এর আগে সকালে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল ইউনিয়নের অসহায় গরীবদের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হক ও খিজির খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান সহ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি