ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় — এডভোকেট জুবায়ের

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৩:২৫,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ২৫৫ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিশ্ব জুড়ে আজ মানবাধিকারের লংঘনের ছড়াছড়ি। আইন ও বিচার দিয়ে মানবাধিকার সুরক্ষা করা যাবেনা। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার সংরক্ষনে সকল মতবাদ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইসলামই একমাত্র মানবতার ধর্ম। বিশ^নবী (সাঃ) মানবতার মুক্তিদূত। তাই দেশ জাতি ও সমাজে মানবাধিকার নিশ্চিত করতে হলে আমাদেরকে মানবতান মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন ও মানবতার মুক্তিদুত মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণ করতে হবে। কারণ ইতিহাস স্বাক্ষী বিশ্বনবী (সাঃ) এর শাসনামলই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ট সময়। সেই সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের অধিকার ফিরে পেয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করতে হলে সবার আগে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট শফিকুর রহমান, ল’ইয়ার্স কাউন্সিলের অফিস সম্পাদক এডভোকেট মাসউদ আহমদ মহসিন, শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, জেলা বারের আইনজীবী এডভোকেট আবুল কালাম, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট নজমুল ইসলাম, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট মুমিনুজ্জামান ও এডভোকেট দিলোয়ার হোসেন প্রমূখ।