বেগম রোকেয়া নারী সমাজের পথ প্রদর্শক : হেলেন আহমেদ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫১:৩২,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৪৮ বার পঠিতজাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে এক আলোচনা সভা ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহজালাল উপশহরস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি, কার্যকরী কমিটির সদস্য রুকসানা পারভীন, মহানগরীর ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম বেবী।
প্রশিক্ষণার্থী মারফুহা সারবিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ প্রমুখ। এছাড়াও সভায় সংস্থার প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, হেলেন আহমেদ বলেন, বাংলাদেশের নারী জাগরণ ও শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার অবদান স্মরণ করে তাঁর জীবনাদর্শ লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। মহীয়সী বেগম রোকেয়ার আদর্শ-চিন্তাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নারী ও সমাজ উন্নয়নে রোকেয়ার দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনা নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। যার সুফল এদেশের নারী সমাজ উপভোগ করছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে স্ব স্ব অবস্থান থেকে নারী সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি