করোনায় একদিনে মৃত্যু বেড়েছে পাঁচগুণ, কমেছে শনাক্ত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৫২,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৩২ বার পঠিতদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে।
শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছিল ২৬৯ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।
এছাড়া গত একদিনে ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।