দক্ষিণ আফ্রিকায় স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:১৪,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৪২ বার পঠিতদক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রেইন স্ট্রোক করে মুহাম্মদ শিপন ভুইয়্যা (৪৫) নামে এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রেইন স্ট্রোক করলে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসী আবুল কালাম জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী জেলার শিপন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।
তিনি জানান, স্থানীয় হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর পৃথিবীর মায়া ত্যাগ করেন শিপন। প্রবাসীরা মৃতের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।