ময়লার গাড়িচাপায় দুই মৃত্যু : ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:০৫,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১০৭ বার পঠিতসিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নাঈম হাসান এবং গণমাধ্যমকর্মী আহসান কবির খান নিহত হওয়ার ঘটনায় পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ কোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (১৩ ডিসেম্বর) রিটটি করেন।
রিটে বিবাদী করা হয়েছে—সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপককে (যানবাহন)।
গত ২৯ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুতে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছিল। ২৫ নভেম্বর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। তিনি দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন।