মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:১৯,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১১৭ বার পঠিতবিতর্কিত রাজনীতিবিদ ও পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রাজশাহীতে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এ মামলার আবেদন খারিজ করেন।
এর আগে ট্রাইব্যুনালের বিচার (জেলা ও দায়রা জজ) মো. জিয়াউর রহমান এ মামলার আবেদনটি গ্রহণ করেছিলেন।
তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান সর্ম্পকে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, কুৎসিত ও মর্যাদাহানীকর মন্তব্য করায় ডা. মুরাদ হাসান ও নাহিদের নামে মামলার আবেদনটি করা হয়েছিল। মামলায় ইউটিবার মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকে ২ নম্বর আসামি করা হয়েছিল।