খোলামেলা দৃশ্যে ফের ঝড় তুললেন কৌশানি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০১:৩৪,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ২০৬ বার পঠিতটলিউডের অভিনেত্রী কৌশানি মুখার্জি হরহামেশাই খোলামেলা রূপে ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন। আরও একবার নিজের স্বভাবজাত রূপে হাজির হলেন এই অভিনেত্রী।
ছড়িয়ে দিলেন রূপ ও শরীরের অগ্নিঝরা আবেদন। শনিবার (১১ ডিসেম্বর) ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন করে ফটোশুটের ছবি আপলোড করেছেন অভিনেত্রী। তা দেখেই কাবু ভক্তরা।
তবে নিন্দাও জুটেছে ঢের। কেননা, ছবিতে তাকে একটু বেশিই খোলামেলা রূপে পাওয়া গেছে। কৌশানি পরেছেন লাল টপসের ওপর হলুদ ব্লেজার। তবে প্যান্ট পরেননি। খুব ছোট আকারের শর্টস পরেছেন বটে, কিন্তু সেটা ছবিতে সেভাবে দৃশ্যমান নয়। যার ফলে অনুসারীদের অনেকেই কটাক্ষে মেতেছে।
কেউ মন্তব্য করেছেন, ‘প্যান্ট আছে নাকি নাই?’, কেউ লিখেছেন, ‘অনেক ছবি তোলা হয়েছে, এবার প্যান্টটা পরে ফেলুন’।
কেউ কেউ আবার তার বসার ভঙ্গিমা নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন। তবে কোনো মন্তব্যেই নজর নেই কৌশানির। কেননা এসবে তিনি এখন অভ্যস্ত।