ফলবোঝাই ট্রাক উল্টে সিএনজির উপর, অটোরিকশা চালক নিহত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৫৪,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৫৫ বার পঠিতহবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাধবপুর সোনাই নদীর ব্রিজের কাছে ফল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে একটি সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মো: আক্তার মিয়া (৪২) নিহত হয়।
নিহত অটোরিকশা চালক মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মো: জলিল মিয়া’র ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও মাধবপুর ফায়ারসার্ভিস এর দুটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।