নিজ বাড়ির ছাদে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৬:১০,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৮৭ বার পঠিতচট্টগ্রামের হাটহাজারীতে মোঃ এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে নিজ বাসভবনের ছাদে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মোঃ এরশাদের মরদেহ দেখতে পায়। লাশের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ী মোঃ এরশাদ হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিক্স এর মালিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এরশাদের সঙ্গে তার ছোট ভাই প্রবাসী মো. মঞ্জুর (৩৬) অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। পুলিশ মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
৮ নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত নয়। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারেনি।
থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মৃত্যু ঘটনা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাই মঞ্জুকে থানায় আনা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।