আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৬:৩৩,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৪০ বার পঠিতএক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল মঙ্গলবার তেতুলিয়ায় ১০ দশমিক ৫। এক সপ্তাহ আগে (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতেই ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের সব অঞ্চলের তাপমাত্রাই ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। এরইমধ্যে আবার আগামী সপ্তাহে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এই মৌসুমের শীতের আমেজ পেতে শুরু করেছি আমরা। কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশে যে বৃষ্টি শুরু হয়, এরপরই মূলত কমতে শুরু করে তাপমাত্রা। বিশেষ করে রাতের তাপমাত্রা। এখন দিনের তাপমাত্রাও কমেছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমন অবস্থায়ই থাকতে পারে। এর মধ্যে আগামী সপ্তাহে আমরা একটি শৈত্যপ্রবাহের শঙ্কা প্রকাশ করছি।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এই মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।
গত সপ্তাহের ৭ ডিসেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩, মঙ্গলবার ১৪ ডিসেম্বর তা প্রায় ৪ ডিগ্রি কমে হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ২০ দশমিক ৬, মঙ্গলবার প্রায় ৮ ডিগ্রি কমে হয়েছে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ২১ দশমিক ৪, মঙ্গলবার প্রায় ৫ ডিগ্রি কমে ১৬ দশমিক ৩, সিলেটে ছিল ২০ দশমিক ৪, মঙ্গলবার প্রায় ৬ ডিগ্রি কমে ১৪ ডিগ্রি, রাজশাহীতে ছিল ১৮ দশমিক ৫, মঙ্গলবার প্রায় ৬ ডিগ্রি কমে ১৩ দশমিক ৪, রংপুরে ছিল ১৮ দশমিক ৭, মঙ্গলবার প্রায় ৬ ডিগ্রি কমে ১৩ দশমিক ৮, খুলনায় ছিল ২১ দশমিক ৩, মঙ্গলবার তা প্রায় ৮ ডিগ্রি কমে ১৪ দশমিক ৫ এবং বরিশালে ছিল ২০ দশমিক ৮, মঙ্গলবার তা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ দশমিক ৩ ডিগ্রিতে গিয়ে নেমেছে। আগামী সপ্তাহে এই সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।