ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৩৮,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১০৮ বার পঠিতবাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি তিন দিনের সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছান। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশ লালগালিচা অভ্যর্থনার আয়োজন করে।
রাষ্ট্রপতি কোবিন্দ ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সস্ত্রীক ভারতীয় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে তাকে গার্ড অব অনার দেন। সেখান থেকে তাকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হচ্ছে।