শয্যাদৃশ্য : কারিনাকে নিয়ে ঝগড়া দুই নায়কের!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৪৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৪৫ বার পঠিতশাহিদ কাপুর এবং কারিনা কাপুরের প্রেম বলিউডের বহু চর্চিত বিষয় ছিল একসময়ে। চর্চার বিষয় বা বিতর্কের নিয়মিত জোগান অবশ্য তারাই দিতেন।
কখনো ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের এমএমএস ফাঁস হয়ে যেত। কখনো বা সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভুল বোঝাবুঝি, মন কষাকষি হত দুজনের। জনসমক্ষে তার প্রকাশও করে ফেলতেন দুজনে। খবর আনন্দবাজারের।
কারিনাকে নিয়ে তার প্রাক্তন প্রেমিক শাহিদ বহুবার সহঅভিনেতাদের সঙ্গে ঝগড়াতেও জড়িয়েছেন। সেইসব ঝগড়া কখনো-সখনো গড়িয়েছিল হাতাহাতিতে। এমন বহু কেচ্ছা কেলেঙ্কারির সাক্ষী থেকেছে বলিউড। তবে একটি ঘটনা সম্ভবত অনেকের নজর এড়িয়ে গিয়েছিল।
২০০৪ সালে তৎকালীন প্রেমিক শাহিদের সঙ্গে ‘ফিদা’ ছবিতে কাজ করেছিলেন কারিনা। ছবিটি ছিল ত্রিকোণ প্রেমের। ত্রিকোণ প্রেমের ছবি মানেই তিনটি মূল চরিত্র। শাহিদ-কারিনার সঙ্গে তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন ফারদিন খান।
ছবিতে ফারদিনের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল কারিনার। এর মধ্যে আবার একটি শয্যাদৃশ্য। শোনা যায়, কারিনার সঙ্গে ফারদিনের ওই শয্যা দৃশ্য নিয়ে শুটিংয়ে তীব্র আপত্তি তুলেছিলেন শাহিদ।
এ নিয়ে তীব্র বাদানুবাদ হয় দুই নায়কের। ব্যাপারটা নাকি এতটাই খারাপ জায়গায় পৌঁছেছিল যে, ছবি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
শেষে দুজনকে অনেক বুঝিয়ে রাজি করানো হয় ছবির শুটিংয়ের জন্য। যদিও ফারদিন এবং শাহিদের সম্পর্ক এরপর আর কোনোদিনই স্বাভাবিক হয়নি।
ফারদিন এক সাক্ষাৎকারে ঘটনাটির কথা স্বীকার করেছিলেন। সেইসঙ্গে এও বলেছিলেন, তিনি এবং কারিনা অত্যন্ত ভালো বন্ধু। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো। শাহিদের অপরিণতমনস্কতার জন্যই সেদিন সমস্যা হয়েছিল।
এরও জবাব দেন শাহিদ। কফি উইথ করণে অভিনেতা বলেছিলেন, ওর যদি আমার কোনো কথা ভালো না লেগে থাকে, তবে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন। কিন্তু তা না করে ফারদিন বিষয়টি জনসমক্ষে এনেছেন। এটা কাম্য নয়।
শোনা যায়, কারিনাকে নিয়ে দুজনের ঝগড়ার জেরে এখনো মুখ দেখাদেখি নেই দুই নায়কের।
তবে ঘনিষ্ঠজনরা বলছেন, এবার বোধহয় ঝগড়া মিটিয়ে নেওয়ার সময় হয়েছে। কারণ ঝগড়ার কারণই আর নেই। শাহিদ নিজেও মীরাকে নিয়ে সুখে আছেন। অন্যদিকে ফারদিন বলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। তাই তিক্ততা ভুলে এবার দুজনের হাত মেলানো উচিত।