পুকুর পাহারায় গিয়ে স্বামী নিখোঁজ, সংবাদ পেয়ে স্ত্রীর মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১৮:৩৭,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২০ বার পঠিতবাচ্চা শেখ (৬০) ছিলেন পুকুরের নাইটগার্ড। গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর পাহারা দিতে গিতে তিনি নিখোঁজ হোন। এ শোক সইতে না পেরে তার স্ত্রী মর্জিনা খাতুন (৫০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা মনসুর আলী জানান, মাধবপুর গ্রামের বাচ্চা শেখ পার্শ্ববর্তী উলিপুর গ্রামে বৃহৎ দীঘিটি দেখাশোনা করার জন্য তিনি সেখানে নাইট গার্ডের কাজ নেন। গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর পাহারা দিতে গিতে তিনি নিখোঁজ হোন। এরপর তার কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্বামীর নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী মর্জিনা খাতুন।
এ বিষয়ে, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেন, এখন পর্যন্ত বাচ্চা শেখের কোনো খোঁজ মেলেনি। পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।