প্রথম বুস্টার ডোজ পেলেন সেই রুনু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১৯:৪০,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ২৮৭ বার পঠিতরাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। দেশে করোনার টিকাও প্রথম নেন তিনি।
রবিবার দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এরপর রুনুকে এ ডোজ দেওয়া হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম করোনা টিকার বুস্টার ডোজ নেন।