নোবিপ্রবির শীতকালীন ছুটি বাতিল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৩৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২৩ বার পঠিতনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। ২২ থেকে ৩০ ডিসেম্বর শীতকালীন ছুটি ছিল।
সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অঃ দাঃ) মোহাম্মদ জসিম উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কতৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ব ঘোষিত শীতকালীন ছুটি (২২ থেকে ৩০ ডিসেম্বর, ২০২১) বাতিল করা হলো এবং ক্লাস, পরীক্ষা ও অফিস চলমান থাকবে।
করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। ২৮ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়।