ওমিক্রনে বেসামাল হয়ে যেতে পারে ইউরোপের স্বাস্থ্যব্যবস্থা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৩০,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৬৩ বার পঠিতক্রমশ বেসামাল হয়ে উঠেছে করোনার নতুন ধরন ওমিক্রন। সম্প্রতি এর সংক্রমণ গতি ইউরোপের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বুধবার (২২ ডিসেম্বর) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ-এর বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে ওই অঞ্চলের প্রধান বলেন, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এ অঞ্চলের আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে। এরই মধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের বেশির ভাগ দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। সরকারগুলোর উচিত উচ্চ মাত্রার সংক্রমণ রোধে প্রস্তুত থাকা।
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ক্রিসমাসসহ অন্যান্য অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওমিক্রনের বিস্তার রোধে এরই মধ্যে কড়াকড়ি অবস্থানে গেছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ। আবারও লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এছাড়া, বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ব্রিটেন।