সাবেক সেনা সদস্যদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত তালেবান সরকারের

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৪০,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৫০ বার পঠিতআফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।
কান্দাহারে তালেবানের শুদ্ধিকরণ কমিশন মঙ্গলবার (২১ ডিসেম্বর) তাদের সেনা কমান্ডারদের এ মর্মে নির্দেশ দিয়েছে, সাবেক সরকারের সেনা সদস্যদের পাশাপাশি যাদের বিরুদ্ধে ‘শরিয়তবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে।
এমন সময় কমিশনের এ নির্দেশ ঘোষিত হলো, যখন তালেবান এর আগে বহুবার বলেছে—সাবেক সরকারের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চাকরিচ্যুত করা হবে না বরং তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে।
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ইসলামাবাদে ওআইসির ১৭তম বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়েও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন।
তিনি বলেন, তাদের সরকার স্বল্পতম সময়ের মধ্যে সকল সরকারি অফিস চালু করেছে এবং এই মুহূর্তে সাবেক সরকারের পাঁচ লাখেরও বেশি কর্মী এসব সরকারি অফিস-আদালতে চাকরি করছেন। তিনি আরও দাবি করেন, তালেবান সাবেক সরকারের কোনো কর্মীর বিরুদ্ধে প্রতিশোধমূলক বা বৈষম্যমূলক আচরণ করেনি। সূত্র : পার্সটুডে