কমলগঞ্জে মূর্তি ভাঙচুর মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার ১

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৫৩,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২৩ বার পঠিতমৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাঙচুর মামলার এজাহারভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে র্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের নিজ বাড়ি থেকে মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়া (২৫)-কে গ্রেপ্তার করে।
আটককৃত হেকিম হিন্দু ধর্মীয় অনুভুতিতে আঘাতের উদ্দেশ্যে মূর্তি ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান র্যাবের হাতে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাঙচুর মামলায় এজাহারভুক্ত একজন আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।