করোনায় দেশের একমাত্র মৃত্যু সিলেটে

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৫২,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১০২ বার পঠিতশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত ১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩০।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় জানান, সিলেটে ৭০৬ জনকে পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ০.৮৫। তাদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের।