রাজনগরে ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫৮,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৩৯ বার পঠিতমৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রশাসন গত ১৮ ও ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। তবে বিভিন্নস্থানে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে রাজনগরের ৮ ইউনিয়নে মধ্যে ৭ ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৭, আওয়ামীলীগ বিদ্রোহী ১২ এবং অন্যান্য ১৩ জন। ১টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ ভোটাররা মনে করছেন, দলীয় অন্তর্দ্বন্ধ ও প্রত্যেক প্রার্থীর শক্তিশালী অবস্থান থাকায় কঠিন সমিকরণে পড়তে হবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ অন্যান্য প্রার্থীদের ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজনগরের ৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং ফতেহপুর ইউনিয়নে বখতিয়ার উদ্দিন আসুক (আওয়ামীলীগ), নকুল চন্দ্র দাস (আওয়ামী বিদ্রোহী), আমীর আলী (স্বতন্ত্র), মোঃ সামছুদ্দিন সামছু (স্বতন্ত্র)। ২নং উত্তরভাগ ইউনিয়নে এম সোহেল আলম (আওয়ামীলীগ), দীগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল (আওয়ামী বিদ্রোহী), শাহ শাহিদুজ্জামান ছালিক (আওয়ামী-বিদ্রোহী), শাহজাহান আসুক (স্বতন্ত্র), রাজা মিয়া (ইসলামি আন্দোলন), সৈয়দ আবুল কালাম (স্বতন্ত্র), শাহ. জুনেদ আলী (স্বতন্ত্র)। ৩নং মুন্সিবাজার ইউনিয়নে ছালেক আহমদ (আওয়ামীলীগ), রাহেল হোসেন (আওয়ামী বিদ্রোহী) ও আবুল হোসেন (স্বতন্ত্র)। ৪নং পাঁচগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সামছুন নুর আহমদ আজাদ (আওয়ামী বিদ্রোহী), সিরাজুল ইসলাম ছানা (আওয়ামীলীগ), লেচু মিয়া (স্বতন্ত্র), অবঃ শিক্ষক অতসী বরন ভট্টাচার্য্য (আওয়ামী বিদ্রোহী), সাইদুল ইসলাম বাচ্চু (আওয়ামী বিদ্রোহী), জহিরুল ইসলাম বাচ্চু (স্বতন্ত্র)। ৫নং রাজনগর সদর ইউনিয়নে রেজাউল করিম সোহেল (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক (স্বতন্ত্র), জুবের আহমদ চৌধুরী (স্বতন্ত্র), শিপলু আহমদ (আওয়ামী বিদ্রোহী)। ৬নং টেংরা ইউনিয়নে মাহমুদ উদ্দিন (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান মোঃ টিপু খান (আওয়ামী-বিদ্রোহী), মোঃ আরজান খান (আওয়ামী বিদ্রোহী), আকমল হোসেন (আওয়ামী বিদ্রোহী), সেলিম আহমদ (স্বতন্ত্র)। ৭নং কামারচাক ইউনিয়নে ৫ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল ও ৩জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ৮নং মনসুরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত (আওয়ামীলীগ), সৈয়দ কিবরিয়া মিলন (আওয়ামী-বিদ্রোহী), মোঃ হুমায়ুন কবীর (স্বতন্ত্র), আজিদ উল্লাহ (স্বতন্ত্র) প্রতিদ্বনিন্দ্বিতা করছেন।
রাজনগরের ইউপি নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, আগামী ২৬ ডিসেম্বর রাজনগরের ৮ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রস্ততি সম্মন্ন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আশা করছি সকলের সহযোগিতায় রাজনগরের সবকটি ইউনিয়নে ব্যাপক ভোটারের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে একটি সুন্দর ভোট উৎসব অনুষ্ঠিত হবে।