মৌলভীবাজারে বিদ্রোহীদের বহিষ্কারের হিড়িক, আচরণবিধিও লংঘন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০১:৫১,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২৩ বার পঠিতমৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সরকারী দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় প্রতীকের বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করায় আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানদের বহিষ্কার করেছে সংগঠনটি। এ ছাড়াও ধারাবাহিক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় প্রতিনিয়ত জরিমানা করছে প্রশাসন।
বুধবার রাতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ১৫ নেতাকে স্থানীয়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি) সুয়েব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করায় বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দি¦ হওয়ায় তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলায় বহিষ্কৃতরা হলেন, খলিলপুর ইউনিয়নের পরিষদের মো. আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়নের মো. আলাউর রহমান, মো. আপ্পান আলী, মো. সোহেল আহমদ, আপার কাগাবলা ইউনিয়নের মো. ইমন মোস্তফা, মো. ফারুক আহমদ, আখাইলকুরা ইউনিয়নের মো. এমদাদুর রহমান রেনু, একাটুনা ইউনিয়নের মো. শাহ গিয়াসউদ্দিন, চাঁদনীঘাট ইউনিয়নের মো. আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নের মো. মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নের সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদ ইউনিয়নের সৈয়দ মোহিত আলী, মোস্তফাপুর ইউনিয়নের মো. তাজুল ইসলাম ও গিয়াসনগর ইউপির মো. মোশারফ হোসেন ও মো. জিলা মিয়া।
এদিকে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার হিড়িক পড়েছে জেলার রাজনগর উপজেলায়। জেলা প্রশাসন’র উদ্যোগে গেল এক সপ্তাহ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায়
রাজনগর উপজেলার মনসুরনগর এবং টেংরা ইউনিয়নে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সম্প্রতি আচরণবিধি ভঙ্গ করায় মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রাথীকে ১০ হাজার ও আনারস প্রতীকের প্রাথীকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলার টেংরা ইউনিয়নে নৌকা, মোটর সাইকেল, অটোরিক্সা ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ অভিযানে ৭ মামলায় সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার মনসুরনগর ইউপিতে ৩ চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার ও সদর ইউনিয়নে ১ সংরক্ষিত সদস্য পদপ্রার্থীকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এনিয়ে উপজেলায় মোট ৯৭ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার রোববার রাতে জানান, বড় বড় প্রতীক বানানো, দেয়ালে পোষ্টার, বড় ব্যানার তৈরি ও বড় প্যান্ডেল বানানোর দায়ে এসব জরিমানা করা হয়।