গোয়াইনঘাটে মন্দির আছে, রাস্তা নেই

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০২:৪৭,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩০৮ বার পঠিতগোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন পূর্ণানগর খাটিরাইগ্রাম। সনাতন ধর্মাবলম্বী ৩৫টি পরিবারের প্রায় অর্ধসহস্র লোকের বাস এখানে। তাদের ধর্মীয় কার্যক্রম সম্পাদনের একমাত্র কালিমন্দির রয়েছে গ্রামে, কিন্তু নেই মন্দিরে যাবার রাস্তা।
গোয়াইন সেতুর পূর্ব পারে গোয়াইন-সারি রাস্তার দক্ষিণ পাশে খাটিরাই গ্রাম ও মন্দির। গোয়াইন সারি রাস্তা অনেক উঁচু হওয়ায় ঐ রাস্তা থেকে নেমে মন্দিরে যাবার নেই কোন সুযোগ। গোয়াইন সারি রাস্তা থেকে একটি সিড়ি নির্মিত হলে মন্দিরের সাথে যোগাযোগ স্থাপিত হবে, গ্রামবাসীর যাতায়াত হবে সুগম। ধর্মীয় আচার অনুষ্ঠানে আগত নরনারী সহজে মন্দিরে প্রবেশ করতে পারবে। কিন্তু দীর্ঘদিনেও গ্রামের প্রায় অর্ধসহস্র নর নারী রয়েছে সুবিধা বঞ্চিত।
একই পাড়ার পূর্ণানগর টুকের একমাত্র মসজিদের রাস্তা নিচু হওয়ায় সামান্য বৃষ্টির পানিতে যাতায়াতে বিঘ্ন ঘটে। কোমলমতি শিশুরা বর্ষা মৌসুমে ধর্মীয় শিক্ষাগ্রহণে বাধার মুখে পড়ে। মসজিদের মাটির রাস্তাটি অন্তত ইট সলিং হলে পাড়ার উভয় সম্প্রদায়ের সহস্রাধিক নর নারীর কষ্ট লাঘব হবে।
এ ব্যাপারে এলাকার পক্ষে ৭ ডিসেম্বর ইউএনও বরাবরে আবেদন করেছেন জিয়াউর রহমান সুজন। এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরীভাবে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করবেন।