শপথ নিলেন সিলেটে ২ উপজেলার ৯ চেয়ারম্যান

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৮:৫১,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১২৪ বার পঠিতসিলেটের দুই উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানগণের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম নতুন এই চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলার রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের মো. হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের মো. আব্দুল মনাফ।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ের মো. ইকবাল হুসেন ইমাদ শপথবাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।